পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক ২০২৩ | West Bengal Job Card List Check 2023

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে ১৮ টি প্রকল্প (দুয়ারে সরকার) শুরু করে, তার মধ্যে অন্যতম একটি হল জব কার্ড, যার মাধ্যমে আর্থিক ভাবে বিপর্যস্ত পরিবারের একজনকে দৈনিক কাজ প্রদেন করে একটি আর্থিক সহায়তা ব্যবস্থা প্রদানের জন্য একটি নতুন প্রকল্প। এই কল্যাণমূলক প্রকল্পটির নাম হল ”পশ্চিমবঙ্গ জব কার্ড যোজনা” নামে পরিচিত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের পরুষদের মাসিক দৈনিক কাজের ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। যারা এই স্কিমের অংশ হতে চান এবং এর অধীনে সুবিধা পেতে চান তাদের জন্য অবশ্যই এই পোস্টটি খুবই গুরুত্তপূর্ণ হবে।

জব কার্ড হল ন্যাশনাল রুরাল এম্প্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 (NREGA) এর অন্তর্গত। পরে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্প্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA) নামে নামাঙ্কিত করা হয়। এটি হলো একটি ভারতীয় শ্রমিক আইন এবং সামাজিক নিরাপত্তার জন্য কাজের ব্যবস্থা নিশ্চিত করার অধিকারের পক্ষপাতী।

তাই আজ অমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের জনাবো যে, পশ্চিমবঙ্গ জব কার্ড কি? জব কার্ড এর জন্য কীভবে আবেদন করবেন? আবেদন অনলাইন হবে না অফলাইন হবে এবং যদি আপনি আবেদন করে থাকেন তাহলে পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্টে আপনার নামে আছে কি না, সেই সমস্ত তত্থ নিয়ে আজকের বিশেষ আলোচনা।

জব কার্ড লিস্ট চেক
জব কার্ড লিস্ট চেক

জব কার্ড কী ?

মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 (MGNREGA) সারা দেশে দরিদ্র পরিবারগুলিকে জব কার্ড প্রদান করে যাতে জব কার্ড ধারক বা NREGA সুবিধাভোগীর করা কাজের বিবরণ থাকে। তাই এই প্রকল্প সব রাজ্যের মত পশ্চিমবঙ্গে জব কার্ড নামে এই প্রকল্পটি শুরু হয়। এটি হলো একটি ভারতীয় শ্রমিক আইন এবং সামাজিক নিরাপত্তার জন্য কাজের ব্যবস্থা নিশ্চিত করার অধিকারের পক্ষপাতী।প্রতি বছর, প্রতিটি সুবিধাভোগীর জন্য নতুন NREGA জব কার্ড তৈরি করা হয় যা সহজেই MGNREGA-এর অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন।

এম.জি.এন আর ই.জি.এ এর উদ্দোগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের একটি প্রকল্প যা প্রত্যেকটা পরিবার ১০০ দিনের কাজ পেতে পারে। আবেদনকারীরা জব কার্ডের আবেদন করার ১৫ দিনের মধ্যে জব কার্ড দেওয়া হবে। কাজের আবেদন করার পর ১৫দিনের মধ্যে কাজ প্রদান করা হবে। কাজের পর কিছুদিনের মধ্যেই আবেদনকারীর ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলার গ্রামীণ এলাকার যে কোনো প্রাপ্তবয়স্ক বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

অর্থনৈতিক নিরাপত্তা প্রদান এবং গ্রামীণ সম্পদ তৈরি করা ছাড়াও, NREGA পরিবেশ রক্ষা, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন, গ্রামীণ-শহুরের মধ্যে পার্থক্য হ্রাস এবং সামাজিক সমতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। আইনটি এর কার্যকরী ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের জন্য অনেক সুরক্ষা প্রদান করে। আইনটি সুস্পষ্টভাবে বাস্তবায়নের নীতি ও সংস্থাগুলি, অনুমোদিত কাজের তালিকা, অর্থায়নের ধরণ, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিস্তারিত ব্যবস্থাগুলি উল্লেখ করে।

পশ্চিমবঙ্গ জব কার্ড ২০২৩ – সংক্ষিপ্ত বিবরণ

নিচের টেবিলে লক্ষীর ভান্ডার প্রকল্পের কিছু তথ্য় সংক্ষিপ্তসারে আলোচনা করা হল।

চালু করেছেমহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্প্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA) এবং পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দ্বারা পরিচালিত
প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ জব কার্ড
সুবিধাপাবেআর্থিক ভাবে বিপর্যস্ত ১৮ থেকে ৬০ বছরের পুরুষরা
পোস্ট ক্যাটেগরীসরকারী যোজনা
অ্যাপ্লিকেশন জমা দেবার পদ্ধতি অফলাইন বা অনলাইন
রাজ্য পশ্চিমবঙ্গ
বছর২০২২ থেকে ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটhttps://nrega.nic.in/netnrega/HomeGP.aspx
পশ্চিমবঙ্গ জব কার্ড ২০২৩

জব কার্ড প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন

  • সর্বপ্রথম, আবেদনকারীকে নির্দিষ্ট ফর্ম বা সাদা কাগজে আবেদন করতে হবে জব কার্ডের জন্য।
  • দ্বিতীয়ত, আবেদনকারীর পরিচয় পত্রের জন্য আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের ফটোকপি লাগবে।
  • তৃতীয়ত, আবেদনকারীর নামে ব্যাংকের পাস বই এর প্রথম পেজের ফটোকপি লাগবে।

কারা জব কার্ড প্রকল্পে জন্য আবেদন করতে পারবেন

  • পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলার গ্রামীণ এলাকার যে কোনো প্রাপ্তবয়স্ক বাসিন্দারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের সুবিধা পাবেন।

জব কার্ড প্রকল্পে জন্য যোগাযোগের স্থান

  • নিজস্ব গ্রামীণ এলাকার গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে যোগাযোগ করুন।

জব কার্ডের মূল উদ্দেশ্য হল

জব কার্ডের মূল লক্ষ্য ছিল দরিদ্র পরিবারের অন্তত একজন সদস্যকে একটি আর্থিক বছরে ১০০ দিনের মজুরি কর্মসংস্থান তৈরি করে দিয়ে তা প্রদান করা। মূলত এটি গ্রামীণ ব্যবস্থায় যাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সেদিকে খেয়াল রাখা হয়।

জব কার্ডের মাধ্যমে একাধারে যেমন দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের কর্মসংস্থান ঘটে, ঠিক তেমনি অপরদিকে স্ত্রী-পুরুষ নির্বিশেষে, কার্যপ্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে অভিবাসন এবং সামাজিক ন্যায্যতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এক্ষেত্রে যে সমস্ত কার্য সম্পাদন করা হয় তার মাধ্যমে, পরিবেশ রক্ষা, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন প্রভৃতির উপর গুরুত্ব দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক (West Bengal Job Card List Check) এর জন্য আপনাকে নিতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ/ডেস্কটপ এবং ইন্টারনেট নেটওয়ার্ক কানেকশন।

কীভাবে পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট ২০২৩ চেক করবেন ?

আপনি কীভাবে বাড়িতে বসে কীভাবে পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক করত পারবেন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন/ ল্যাপটপ বা ডেস্কটপ এবং একটি নেটওয়ার্ক এর সাহায্যে তা আমরা এখানে স্টেপ বাই স্টেপ চিত্র সহকারে দেখিয়ে দেবো।

স্টেপ : ১ {Browser এ জব কার্ড (Job Card) লিখুন}

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check

প্রথমে আপনাকে মোবাইলের ব্রাউজারের গুগল সার্চ অপশনএ গিয়ে jobcard লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে একটি লিংক চলে আসবে ওই লিংকের উপর ক্লিক করতে হবে।

স্টেপ : ২ (ওয়েবসাইট এর হোম পেজে আসতে হবে)

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check

লিংকের উপর ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইট এ চলে আসবেন।

স্টেপ : ৩ (MSR Register অপশন এ ক্লিক করুন)

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check
.

অফিসিয়াল ওয়েবসাইটএ আসার পর দেখবেন নিচের দিকে ”গ্রাম পঞ্চায়েত” নামে বড়ো একটি বক্স আছে। ওই বক্সের মধ্যে জেনারেট রেপোর্ট এর ডান দিকে এম এস আর রেজিস্টার নামে একটি অপশন আছে, ওই অপশনটির উপর ক্লিক করুন।

স্টেপ : ৪ (এখানে জেলা সিলেক্ট করুন)

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check

ক্লিক করার পর আপনি পরবর্তী পেজে চলে আসবেন। ওই পেজে আসার পর ভারতবর্ষের ৩৬ টি স্টেট অপশন আছে। আমরা এখানে আমাদের প্রয়োজন মতো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম, কারণ আমরা পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক (West Bengal Job Card List Check) করব।

স্টেপ : ৫ (বক্স গুলি পুরন করুন)

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check

ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর আমরা অন্য একটি পেজে চলে আসব। ওই পেজে লিখা আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল সেলেক্ট করেছিলাম। তার পর ফাইনান্সিয়াল বছর সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট/জেলা সিলেক্ট করতে হবে, ব্লক সিলেক্ট করতে হবে, পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এর পর Proceed বাটন এ ক্লিক করুন।

স্টেপ : ৬ (জব কার্ড লিস্ট দেখুন)

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check

পরবর্তী পেজে যাবার পর দেখবেন R1.Job Card/Registration লিখা আছে। ওই বিভাগের চার নম্বর অপশন এ Job card/Employment Register লিখা আছে, ওই অপশনটিতে ক্লিক করতে হবে।

স্টেপ : ৭ (ফাইনাল জব কার্ড লিস্ট দেখুন)

ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন। ওই পেজে ২০২০-২০২৩ সালের যাদের নামে জব কার্ড আছে তাদের নামে দেখতে পাবেন।

আপনার নামটি আছে নাকি তা দেখার জন্য আপনাকে লাপটপের বা ডেস্কটপের ctrl+f প্রেস করে আপনার নাম সার্চ করুন। ওখানে আপনার নামে থাকলে নামের উপর হাইলাইট মার্ক হয়ে যাবে।

জব কার্ড প্রকল্পের গুরুতপূর্ণ লিংক

লক্ষীর ভান্ডার প্রকল্পের কিছু গুরুতপূর্ণ লিংক নিচের বক্সে দেওয়া হল।

অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
অনলাইন এপ্লাইঅ্যাপ্লাই করুন
পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক ২০২৩

তো বন্ধুরা, আমি আশা করছি এই পেইজটি আপনার খুব ভালো লেগেছে অথবা আপনার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। যেকোনো রকম সরকারি যোজনা আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি। আপনার যদি এই পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই পেইজটি শেয়ার করতে পারেন।

Leave a Comment